শহিদুল ইসলাম সোহেল নিজস্ব প্রতিবেদকঃ
খালে গোসলে নেমে ডুবল দুই ভাই, মিলল জড়াজড়ি করা লাশ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের শশা লক্ষ্মীপুর জয় বাজারসংলগ্ন এলাকায় খালে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- তারাটি ইউনিয়নের আল্লাল কামারের আট বছর বয়সী ছেলে সজীব ও পাঁচ বছরের ছেলে সিদ্দিক।
মৃতদের মামাতো ভাই মাসুদ রানা জানান, শনিবার দুপুরে একসঙ্গে গোসল করতে পাশের খালপাড়ে যায় দুই ভাই। দীর্ঘক্ষণ পার হলেও বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের খোঁজ মেলেনি। স্থানীয় একজন খালের পাশ দিয়ে যাওয়ার সময় দুই ভাইয়ের জামা-প্যান্ট দেখে পরিবারের লোকজনকে জানান। পরে পানিতে নেমে রাত ৮টার দিকে একসঙ্গে জড়াজড়ি অবস্থায় দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়।
চাচা কালু বলেন, আমাদের বাড়ির পাশেই দুপুরে দুই ভাইকে খেলতে দেখেছি। শুনেছি তারা গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের খাল থেকে এলাকার লোকজন তাদের লাশ উদ্ধার করে।
মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান বলেন, লক্ষ্মীপুর জয়বাজার এলাকায় গোসল করতে গিয়ে তারা পানিতে ডুবে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।