চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এ শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান। এ সময় শপথ নেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বাংলানিউজকে বলেন, জননেত্রী শেখ হাসিনার পক্ষে চকরিয়ার মানুষের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়নের ধারা পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর। জনগণের কল্যাণের জন্য কাজ করে চলেছি। এ ধারা অব্যাহত রাখতে চাই। তাই সবার সহযোগিতা একান্ত কাম্য।