শাহিন আলম, গোমস্তাপুর থেকে:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত ১৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। সোমবার দিন রাতে অভিযান পরিচালনা করে এসব আসামিদের আটক করা হয়। আটককৃত আসামিদের মধ্যে ৯ জন বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এবং ৮ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোঃ নজরুল ইসলাম, মোঃ ফয়েজ, মোঃ নাজমুল হক, মোঃ জসিম উদ্দিন, মোঃ নাদিম কালু, মোঃ মোয়াজ্জেম হোসেন রিপন, মোঃ আব্দুল কাইয়ুম,
মোঃ কামাল হোসেন মরু, মোঃ আনারুল ইসলাম , মোঃ শফিকুল ইসলাম, মোঃ বিশাল, মোঃ ফয়সাল, মোঃ রাজু আহম্মেদ, মোঃ জাইদুল ইসলাম, মোসাঃ রোকসানা বেগম, মোঃ আনারুল ইসলাম, মোসাঃ মুসলেমা বেগম।
গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজমের তত্বাবধানে গোমস্তাপুর
থানার ওসির নেতৃত্বে পুলিশের ৩টি চৌকস টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব আসামিদের গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।