সিরাজ মাসুদ ভোলা জেলা প্রতিনিধিঃ
মেয়ের খাবার নিয়ে হাসপাতালে যাওয়ার পথে লাশ হলেন বাবা
ভোলার বোরহানউদ্দিন হাসপাতালে অসুস্থ মেয়েকে খাবার দিতে গিয়ে ট্রাকের ধাক্কায় মাহেন্দ্রে থাকা বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
শুক্রবার রাতে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ২৪ বছর বয়সী যুবকের নাম মো. মমিন। তিনি উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে।
স্থানীয়রা জানায়, চরফ্যাশন থেকে নারকেল বোঝাই করে ভোলায় যাচ্ছিল একটি ট্রাক। বোরহানগঞ্জ বাজারের পূর্বপাশে পৌঁছালে একটি মাহেন্দ্রকে ধাক্কায় দেয় ট্রাকটি। এ সময় মাহেন্দ্রটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এতে মাহেন্দ্রের যাত্রী মমিন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে মমিনের মেয়ে। তার জন্য রাতের খাবার নিয়ে যাওয়ার সময় নিজেই লাশ হলেন।
বোরহানউদ্দিন থানার এসআই দেলোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও মাহেন্দ্রটি উদ্ধার করা গেলেও চালকরা পালিয়ে গেছেন।