নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে নিরাপত্তা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) বিকেলে জয়পুরহাট সদর থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)এ.কে.এম আলমগীর জাহানের সভাপতিত্বে,নিরাপত্তা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জয়পুরহাট সদর থানার (ওসি তদন্ত) হাবিবুর রহমান,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি হৃষিকেশ সরকার, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক রানা কুমার মন্ডল, হিন্দু নেতা শ্যামল কুমার সাহা,মোহাম্মাদাবাদ ইউপি চেয়ারম্যান আতোয়ার হোসেন, ভাদসা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীনসহ আরো অন্যান্য নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানের সভাপতি ওসি আলমগীর জাহান তার বক্তব্যে বলেন,জয়পুরহাট সদর উপজেলায় এবার সর্বমোট ১ শত ১৫ টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে।
এ দূর্গাপূজাকে ঘিরে প্রতিটি মন্ডপে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বাহিনী সবসময় তৎপর থাকবে। শান্তিশৃঙ্খলা বজায় রেখে পূজা উদযাপন করার আহ্বান জানিয়ে ওসি আরো বলেন,পূজা মণ্ডপে কেউ যদি কোন অপ্রীতিকর ঘটনার চেষ্টা করে তবে সে যেই হোক কাওকে ছাড় দেয়া হবেনা বলেও ওসি জানান।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..