জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন,ধর্ম যার যার, উৎসব সবার প্রধানমন্ত্রীর এ বাক্যটাকে ধারণ করে চন্দনাইশ প্রতিটি পূজা মন্ডপে ধর্মীয় উৎসব পালনের মধ্যদিয়ে সম্প্রতি অটুট থাকবে। চন্দনাইশে প্রতিটি ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় অনুভূতি পালনের পাশাপাশি সম্প্রাদায়িক সম্প্রতি বজায় রেখে ধর্মীয় উৎসব পালন করে থাকে। চন্দনাইশে ১’শ ২৩ টি পূজা মন্ডপে সরকারের পক্ষ থেকে ৫’শ কেজি করে ভোগ্যপণ্য চাল বিতরণকালে এসব কথা বলেন।
গত ৯ অক্টোবর বিকালে দোহাজারীতে চন্দনাইশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে ভোগ্যপণ্য বিতরণ অনুষ্ঠান পরিষদের আহবায়ক বলরাম চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে,থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার,দোহাজারী পৌর আ’লীগের সভাপতি আবদুস শুক্কুর, সাধারণ সম্পাদক বশির উদ্দিন মুরাদ,সংগঠনের সহ-সভাপতি প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন,সংগঠনের সাধারণ সম্পাদক টিটু চৌধুরী,যুগ্ম সম্পাদক কৃষ্ণ চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন,চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড.দেলোয়ার হোসেন,কৃষকলীগ নেতা নবাব আলী,আ’লীগ নেতা জাকের হোসেন চৌধুরী,যুবলীগ নেতা লোকমান হাকিম,বিকাশ চন্দ্র দে,প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ ধর,শিক্ষক রুপক কান্তি ঘোষ প্রমুখ।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..