শহিদুল ইসলাম সোহেলঃ
টাঙ্গাইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।মঙ্গলবার সকালে শহরের কান্দিলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করে র্যাব -১২।
আজ মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল র্যাব ১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের কান্দিলা বাজার এলাকায় তিন তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে র্যাবের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে দুই যুবককে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো,টাঙ্গাইল শহরের দেওলা এলাকার মনির হোসেনের ছেলে মঞ্জু মিয়া (৩১) ও সাবালিয়া এলাকার ফজল মিয়ার ছেলে ছদরুলর আলম সবুজ ওরফে নাদিম (২৩)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শহরের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতো বলে স্বীকার করেছে। পরে তাদের নামে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।