ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, কক্সবাজার::
বিয়ের ৫দিনের মাথায় কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের সন্দীপি পাড়ার নুরুল হুদার পুত্র রোবেল (২৪) হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (১৩অক্টোব) সকাল ৯টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না- রাজিউন।
গত শুক্রবার ৮ অক্টোবর বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী গ্রামের মৃত আজিজুল হক সাওদাগরের কন্যা কামরুন নাহারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
তাদের হাতের মেহেদীর রং না শুকাতে এ হৃদয় বিধারক ঘটনা তার পরিবার ও কামরুন নাহারের পরিবার মেনে নিতে পারছে না। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী ৷