মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার শ্যামনগরে র্যাবের অভিযানে বাগদা চিংড়িতে পুশের অভিযোগে ৬ জন ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গতকাল র্যাব-৬,
সিপিসি-১ সাতক্ষীরার, কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ইশতিয়াক হোসাইন, র্যাব সদর দপ্তর, ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাদির শাহ ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার উক্ত অভিযানের নেতৃত্ব দেন।
র্যাব-৬ সাতক্ষীরার এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযান চলাকালে শ্যামনগর থানা এলাকায় ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয় করার অপরাধে (চিংড়িতে ময়দা পুশ) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ধারা মোতাবেক তাদেরকে জরিমানা করা হয়।জরিমানা প্রদানকারীরা হলেন,
শ্যামনগরের রামজীবনপুরের করিম গাজীর ছেলে আরমান গাজী ২০ হাজার টাকা (মোবাইল কোর্ট মামলা নং ২৪৭/২০২১), ভবানীপুর গ্রামের মৃত. মোবারক গাজীর ছেলে জাহাঙ্গীর হোসেন ৫০ হাজার টাকা (মোবাইল কোর্ট মামলা নং ২৪৮/২০২১), পরানপুরের মৃত. সামছুল
গাজীর ছেলে মোশারফ হোসেন ৩৫ হাজার টাকা (মোবাইল কোর্ট মামলা নং ২৪৯/২০২১), রামজীবনপুরের মৃত. ইমাম গাজীর ছেলে মোঃ সৈয়দ আলী ৫ হাজার টাকা, মারাদীকাটি গ্রামের মৃত. শরীয়ত উল্লাহর ছেলে
আবুল কাশেম ৫ হাজার টাকা এবং ভবানীপুরের বছির আহম্মেদ গাজীর ছেলে আরাফাত হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply