এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনাঃ
খুলনার রূপসার নৈহাটী কালিবাড়ি বাজারের কাঁচামাল ব্যবসায়ী জিয়াদুল ইসলাম (৫৬) বিদ্যুৎস্পৃষ্ঠে মৃত্যু হয়েছে।
বৃহষ্পতিবার (১৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানে এ দুর্ঘটনাটি ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার শ্রীরামপুর এলাকার বাসিন্দা আবু বক্কর ওরফে বক্কর দুদোলির ছেলে জিয়াদুল ইসলাম প্রতিদিনের ন্যায় ব্যবসায়িক কাজ শেষে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় আকষ্মিকভাবে তিনি তার দোকানের ডিজিটাল বাটখারার ওপর পড়ে যান। বাটখারায় বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ঠে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।