ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ | প্রিন্ট
কয়েকদিন ধরেই এ নিয়ে গুঞ্জন। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্য হলো। স্ত্রীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগে দোষী প্রমাণিত হওয়ার পর আদালতের আদেশ না মানায় বায়ার্ন মিউনিখের ফরাসি ডিফেন্ডার লুকাস হার্নান্দেজকে ছয় মাসের জেল দিয়েছে মাদ্রিদের একটি আদালত। আগামী মঙ্গলবার তাকে আদালতে হাজির হতে হবে। এরপর নিজের ইচ্ছায় কারাগারে যাওয়ার জন্য ১০ দিন সময় পাবেন। তিনি পছন্দমতো একটি কারাগার বাছতে পারবেন।
২০১৮ সালে ফ্রান্সের জাতীয় দলে নাম লেখান হার্নান্দেজ। তবে দেশের জার্সিতে নিয়মিত নন তিনি। পাশাপাশি খেলছেন বায়ার্ন মিউনেখের হয়ে। ফুটবলের বাইরে তার এই বিতর্ক বাভারিয়ান শিবিরেও আলোচনার জন্ম দিয়েছে। যদিও পুরোনো ঘটনার প্যাঁচেই আটকা পড়েছেন হার্নান্দেজ। এরই মধ্যে তিনি শাস্তির বিরুদ্ধে আপিলও করেছেন। ২০১৭ সালে তিনি ছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদে। তখনকার বান্ধবী আমেলিয়ার সঙ্গে মারামারিতে জড়ান এই ডিফেন্ডার।
সেই আমেলিয়াই এখন তার স্ত্রী। বিষয়টি এতদিন গোপনেই ছিল। কারণ তখন দু’জনের কেউ এ নিয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেননি। শরীরে কিছুটা আঘাত পাওয়ায় হাসপাতালে চিকিৎসা নেন আমেলিয়া। সেই তিক্ততা ভুলে দু’জন আবার বিয়েও করেন। বিয়ের পর মাদ্রিদে ফিরেই আইনের গ্যাঁড়াকলে পড়েন ২৫ বছর বয়সী এই ফুটবলার।