কামরুল হাসান মহানগর প্রতিনিধি | শনিবার, ১৬ অক্টোবর ২০২১ | প্রিন্ট
টি-২০ বিশ্বকাপের প্রথম পর্ব খেলতে বর্তমানে ওমানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল খেলে বিমানে ওমান যাওয়ার কথা থাকলেও সড়কপথে গিয়ে দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব আল হাসান।
গত ৮ অক্টোবর বাংলাদেশ দলের সঙ্গে সাকিব আল হাসানের যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু আইপিএলে তার দল কলকাতা নাইট রাইডার্স প্লে অফে কোয়ালিফাই করার কারণে তাকে শেষ পর্যন্ত থাকতে হয়। গতকাল রাতে চেন্নাইয়ের কাছে শিরোপা হারার পর এবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন টাইগার অলরাউন্ডার।
আগামী ১৭ অক্টোবর ওমানে বাংলাদেশের প্রথম ম্যাচ। সাকিব বর্তমানে আরব আমিরাতে অবস্থান করছেন। সেখান থেকে কিভাবে এবং কখন মাহমুদউল্লাহ রিয়াদের দলের সঙ্গে যোগ দিবেন সাকিব, এমন প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার।
এ বিষয়ে বাশার বলেন, ‘যতটুকু জানি, সাকিব সড়কপথে দলের সঙ্গে যোগ দেবে। সে ফ্লাইটের ঝুঁকি নেবে না। যেহেতু বাবল থেকে বাবলে আসবে তাই কোয়ারেন্টাইনের কোনো ব্যাপার থাকবে না।’
সড়কপথে আইপিএল ফাইনালের ভেন্যু থেকে ওমানের দূরত্ব প্রায় ৪১৫ কিলোমিটার। মূলত জৈব সুরক্ষা বলয়ের বিধি নিষেধের মধ্য দিয়ে না যাওয়ার কারণেই সাকিব বিমানে আসছেন না।