শহিদুল ইসলাম সোহেল নিজস্ব প্রতিবেদকঃ
শাবিপ্রবিতে ৪ হাজার ৭১০ পরীক্ষার্থী
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে আজ রোববার (১৭ অক্টোবর)। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে অংশগ্রহণ করবে ৪ হাজার ৭১০ পরীক্ষার্থী।
এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় দেশের ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয় ৯টি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয় ১১টি।
আগামীকাল (১৭ অক্টোবর) দেশের ২৬ টি কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। এতে সর্বমোট ১ লাখ ৩১ হাজার ৯শত ১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা চলবে।
ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে শাবিপ্রবি উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষা কোর কমিটির যুগ্ম-আহবায়ক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ-আলোচনা হয়েছে।
পরীক্ষার কেন্দ্রে কোন রকম মোবাইল, ঘড়ি, ক্যালকুলেটর, ইলেক্ট্রিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। পরীক্ষার সময় কেন্দ্র এবং কেন্দ্রের বাইরে বিভিন্ন টেকনিক্যাল টিম পর্যবেক্ষণে থাকবে।
এছাড়া আগামী ২৪ অক্টোবর মানবিক বিভাগের ‘বি’ ইউনিটে এবং ১ নভেম্বর ব্যবসায় শিক্ষা বিভাগের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।