ইমাম হোসেন জীবন চট্টগ্রামঃ
চট্টগ্রামের যেসব কেন্দ্রে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা
দেশের ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু হবে আজ রোববার। বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। চট্টগ্রাম বিভাগের ৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিভিন্ন কেন্দ্রের পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় চট্টগ্রামের ৫টি কেন্দ্রে মোট ২৭ হাজার ৫৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে আজ ‘ক’ ইউনিটে অংশ নিবে ১৪ হাজার ৭৬৭ জন পরীক্ষার্থী।
চট্টগ্রামের অর্ন্তভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭ হাজার ২৬ জন। যার মধ্যে ‘ক’ ইউনিটে ২ হাজার ৫০৫ জন, ‘খ’ ইউনিটে ২ হাজার ৫০৫ জন এবং ‘গ’ ইউনিটে ২ হাজার ১৬ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিবে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬ হাজার ৫১৩ জন। যার মধ্যে ‘ক’ ইউনিটে ৩ হাজার ৪৬২ জন, ‘খ’ ইউনিটে ১ হাজার ৬৮২ জন এবং ‘গ’ ইউনিটে ১ হাজার ৩৬৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিবে।
চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬ হাজার। যার মধ্যে ‘ক’ ইউনিটে ২ হাজার, ‘খ’ ইউনিটে ২ হাজার এবং ‘গ’ ইউনিটে ২ হাজার পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬ হাজার। এ কেন্দ্রে শুধুমাত্র ‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১ হাজার ৮০৫ জন। যার মধ্যে ‘ক’ ইউনিটে ৮০০ জন, ‘খ’ ইউনিটে ৩২৯ জন এবং ‘গ’ ইউনিটে ৬৭৬ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিবে।
উল্লেখ্য, ১৭ অক্টোবর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ অক্টোবর ‘বি’ ইউনিট এবং ১ নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Leave a Reply