শাহিন আলম গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগন্জের গোমস্তাপুরে প্রতিপক্ষের হামলায় দুধ বিক্রেতা মতিউর রহমান (৩২) রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেছেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে গুরুত্বর আহতাবস্থায় তাকে একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। সে উপজেলার রহনপুর ইউনিয়নের আসানপুর গ্রামে মৃত আঃ সালাম ছেলে। সে দুধদহন করে পার্শ্ববতী পুনরা গ্রাম হতে বাড়ী ফিরে আসার সময় মাঠের মধ্যে খাঁড়ির ধারে কেবা কাহারা তাকে কোদাল দিয়ে আঘাত করলে সে ধানের জমিতে অজ্ঞান অবস্থায় পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্ত্যবরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।