শেখর চন্দ্র সরকার বগুড়া প্রতিনিধি:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে সকাল ১১ টার দিকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় কথিত ধর্ম অবমাননার অজুহাতে সারাদেশের বিভিন্ন পূজা মন্ডবে হামলা, প্রতিমা ভাংচুর, লুটতোরাজ, অগ্নিসংযোগ ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাগর কুমার রায় এর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় দেশব্যাপী চলমান সহিংসতা অবিলম্বে বন্ধ, দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্ত মন্দির, ঘরবাড়ি সহ নিহত পরিবারের উপযুক্ত আর্থিক সহায়তা, আহত ব্যাক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা ও সামাজিক সম্প্রীতি বিনষ্টকারী গোষ্ঠীকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে শাস্তির দাবি করেন।
সভায় বক্তব্য রাখেন, সভাপতি দিলীপ কুমার দেব, সহ সভাপতি স্বপন চক্রবর্ত্তী, যুগ্ম সম্পাদক নির্মল কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস, সাবেক সভাপতি অমৃত লাল সাহা, পূজা পরিষদ নেতা তপন কুমার দাস, প্রদ্যুৎ কুমার চাকী, সদর উপজেলা সভাপতি কালাচাঁদ সাহা, সাধারণ সম্পাদক আশীষ কুমার রায়, পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক সুজিত কুমার, প্রচার সম্পাদক সাংবাদিক সঞ্জু রায় আরো বক্তব্য রাখেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন্স কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, ৬ নং ওয়ার্ড কমিশনার পরিমল কুমার দাস, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, ছাত্রলীগ সাঃ সম্পাদক অসীম কুমার রায় সহ ১২ টি উপজেলার নেতৃবৃন্দ।