নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২১ পালিত হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক ও জনপদ বিভাগ এবং বিআরটিএ’র যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিআরটিএ’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ”লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহিউদ্দিন জাহাঙ্গীর, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এস.এম সোলায়মান আলী,জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ট্রাফিক পরিদর্শক নাজমুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক শরীফুল ইসলাম তার বক্তব্যে বলেন,দুর্ঘটনা,যানজট ও নিরাপদ সড়ক গড়ে তুলতে হলে চালকদের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। এবং সবাইকে সচেতন হয়ে চলাচল করার আহ্বানও জানান তিনি।
Leave a Reply