জুয়েল খাঁন,সিলেট জেলা প্রতিনিধি
ফেঞ্চুগঞ্জে দিনের বেলা প্রাইভেটকারে গরু চুরির সময় একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার মাইজগাঁও গ্রামের মান্না মিয়া (৩০)।
জানা যায়, শুক্রবার সকালে গরুটি মাঠে বেঁধে রাখা হয়েছিল। কিছুক্ষণ পর গরুটি আর মাঠে পাওয়া যাচ্ছিল না। জুমার নামাজের সময় একটি প্রাইভেটকারে গরু দেখে সন্দেহ হয় লোকজনের। পরে পিছু ধাওয়া করলে গরুসহ পালাতে থাকে প্রাইভেটকারটি। খবর পেয়ে পুলিশ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। একপর্যায়ে উপজেলার বিয়ালীবাজার এলাকায় প্রাইভেটকার রেখে চালক পালিয়ে যায়। এ ঘটনায় গাড়ির মালিক মান্নাকে আটক করেছে পুলিশ।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। চুরির চেষ্টা করা গরুটি মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। কারচালকের সঙ্গে মালিকের যোগসাজশ রয়েছে। এজন্য তাকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে শনিবার আদালতে প্রেরণ করা হবে।