আব্দুর রাজ্জাক কাজল সরকার ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অনেক দিন থেকে এক দল চক্র ব্যাটারী চালিত অটো চুরি করে বিক্রি করে দেয় বিভিন্ন উপজেলায়।তাদের একটি চক্র রয়েছে বলে থানা পুলিশ জানায়।২৩ অক্টোবর শনিবার কচাকাটার টেপারকুটি গ্রামের আব্দুল আউয়ালের অটো ভূরুঙ্গামারী বাজার থেকে হারিয়ে যায়।পরে ২৪ অক্টোবর ভূরুঙ্গামারী বাস স্ট্যান্ডে এলাকায় বিকেলের দিকে হারিয়ে যাওয়া অটো বিক্রি করতে গেলে পুলিশ হৃদয় বাবুকে আটক করে।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে দুটি অটোসহ চক্রের আরো দুজন সদস্যসহকে আটক করেছেন।আটক কৃতরা উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গ্রামের সোহরাব আলীর ছেলে হৃদয় বাবু (১৯), পাইকেরছড়ার ইউনিয়নের রেহান আলীর ছেলে আশরাফ আলী (১৯) অন্যজন পাশের উপজেলা নাগেশ্বরী ফকির হাট নাম এলাকার সামছুল হকের ছেলে রমজান আলী বাবু (২০)।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন,পাঁচজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামীদের আটক করার চেষ্টা চলছে।