সেলিম সম্রাট, নিজস্ব প্রতিবেদকঃ
দেশের বহুল আলোচিত লালমনিরহাটের দহগ্রাম ইউনিয়ন ।
পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন সাধারন জনগণের ফোন কল রিসিভ করেন না বলে অভিযোগ উঠেছে ।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, গত সপ্তাহের প্রবল বন্যায় আমরা যখন পানিবন্দি তখন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন কে শত বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেন নি ।
বন্যায় ক্ষতিগ্রস্থ পানিবন্দি সাধারন জনগন কে তিনি ক্ষতিগ্রস্থ হওয়ার ২য় দিন এলাকায় দেখতে যান । ত্রান বিতরনেও তিনি করেছেন অনিয়ম ।
ক্ষতিগ্রস্থ এলাকার বাইরেও করেছেন ত্রান বিতরন । অভিযোগ উঠেছে নির্বাচন কে সামনে রেখে পক্ষের ইউনিয়ন সদস্যদের মন রক্ষা করতেই তিনি এমন কান্ড ঘটিয়েছেন ।
দহগ্রাম ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক বলেন , গত কয়েকদিন ধরেই আমার স্ত্রী প্রচন্ড অসুস্থ তার চিকিৎসার জন্য আমার কিছু টাকার দরকার গরু বিক্রি করেই সেই টাকা সংগ্রহ করতে হবে ।
দহগ্রামে গরু বিক্রি করতে হলে চেয়ারম্যান এর ছিলিপের প্রয়োজন হয় কিন্তু কামাল চেয়ারম্যান আমার ফোন রিসিভ করেনি ।
দহগ্রামের ৯নং ওয়ার্ডের সাহিন বলেন , আমাদের সুখে দুখে পাশে থাকার জন্যই আমরা কামাল কে চেয়ারম্যান নিবাচিত করেছিলাম।
কিন্তু সেই চেয়ারম্যান নিবাচিত হওয়ার পর বদলে গেছে । এখন আমাদের ফোন কল আর রিসিভ করেন না ।
দহগ্রামের সুমন বলেন , চেয়ারম্যান সাধারন জনগনের জনপ্রতিনিধি হতে পারেননি।
তিনি পেরেছেন চোরাকারবারীদের প্রতিনিধি হতে ।
চোরাকারবারীরা যখন কল করে তখন ঠিকই চেয়ারম্যান ফোন কল রিসিভ করেন ।
এ বিষয়ে জানার জন্য চেয়ারম্যান কামাল হোসেনের মোবাইল নং ০১৫৫৭৭১৬৯০২ গত কাল বুধবার সারা দিন ত্রিশবার ফোন করা হলেও তিনি এ প্রতিনিধির ফোন কল রিসিভ করেন নি ।
এ বিষয়ে উপজেলা নিবাহী অফিসার সাইফুর রহমান বলেন , একজন জনপ্রতিনিধির অবশ্যই সব ফোন কল গুলো রিসিভ করা উচিত , প্রয়োজন ছাড়া কে কাকে কল দেয় বলেন।
ফোন রিসিভ না করলে অনেক তথ্য থেকে পিছিয়ে পরে চেয়ারম্যান ।
আর দহগ্রামের চেয়ারম্যান আমার ফোন কল ও মাঝে মধ্যে রিসিভ করেন না ।
মাসিক মিটিং গুলোতেও চেয়ারম্যান কম উপস্থিত থাকেন বলে জানান তিনি ।