রেখা মনি নিজস্ব প্রতিবেদকঃ
”পুলিই জনতা, জনতাই পুলিশ”
”মুজিববর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট জেলা পুলিশ এর আয়োজনে কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলার মধ্যস্থল জোৎনার বাজার ঈদগাহ মাঠে কমিউনিটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার জনাব আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, লালমনিরহাটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আবু জাফর, জেলা প্রশাসক, লালমনিরহাট আরও উপস্থিত ছিলেন জনাব মো: মিজানুর রহমান ( সেক্রেটারী, কমিউনিটি পুলিশিং, লালমনিরহাট), মো: নুরুজ্জামান ( সভাপতি কমিউনিটি পুলিশিং, হাতিবান্ধা উপজেলা কমিটি)
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: লিয়াকত আলী বাচ্চু সভাপতি বাংলাদেশ আওয়নমীলীগ হাতীবান্ধা উপজেলা শাখা, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মশিউর রহমান মামুন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সামিউল আলীম, মো: আব্দুর রহিম পেশ ইমাম চামটা জামে মসজিদ।
স্বাগত বক্তব্য রাখেন জনাব আবিদা সুলতানা, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, লালমনিরহাট। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জেলা কমিউনিটি পুলিশিং, লালমনিরহাট, গজেন্দ্র নাথ রায়, সহসভাপতি জেলা আওয়ামীলীগ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মওলানা আব্দুর রহিম, ইউএনও মো: আব্দুল মান্নান, ইউএনও মো: সামিউল আলীম, মো: লিয়াকত আলী বাচ্চু সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হাতীবান্ধা উপজেলা শাখা, মো: মশিউর রহমান মামুন।
মাননীয় ডিআইজি মহোদয় বলেন, দেশের উন্নয়ন যারা চায় না তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গুজব ছড়াচ্ছেন এবং দেশে অস্থিতিশীল সৃষ্টি করছে। এর বিরুদ্ধে জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, শিক্ষক সমাজের ভুমিকা অনেক বেশি। কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম জোরদার করার আহবান জানান।
সমাবেশে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, বাল্য বিবাহ, মাদক, জুয়া, জঙ্গিবাদ, গুজব এবং নারী নির্যাতন বিষয়ে সচেতনতা নিয়ে আলোচনা করা হয়।