তৌহিদুল ইসলাম সরকার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সীমান্তবর্তী এলাকায় চরলক্ষ্মীদিয়া গ্রামে মইশালবাড়ি বৃহস্পতিবার ( ০৪ অক্টোবর) ৮টি ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে কতিপয় দুর্বৃত্তরা।
পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ রাজিবপুর ইউনিয়নের এক সাবেক চেয়ারম্যানকে লাঞ্ছনার ঘটনার জের হিসেবে এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, মোজাম্মেল হক স্বপন(৫০), আপন (৪৫), এনামুল হক রিপন (৪৩ ), কাঞ্চন (৩৫), এহছানুলহক মানিক (১৮) ও মোক্তার হোসেন ( ১৬)। তারা নান্দাইল চরবেতাগৈর ইউনিয়নের চরলক্ষ্মীদিয়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, বুধবার দুপুরে মোহাম্মদ আলী ফকির নামে এক সাবেক ইউপি চেয়ারম্যান ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকৌশলীর সঙ্গে এলাকায় এলজিইডির অর্থায়নে একটি ব্রিজ নির্মাণের জন্য ভাটি-চরনওপাড়া যান।
সেখানে প্রতিপক্ষের সঙ্গে কথার কাটাকাটি ও বাগবিতণ্ডায় জড়ান তিনি। এক পর্যায়ে স্বপন, জীবনসহ ১০/১২ জন তার ওপর হামলা করে
এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল থেকে শতশত লোকজন জড়ো হয়ে লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ৮টি বাড়িতে হামলা,ভাংচুরসহ অগ্নিসংযোগ করে, এতে আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, ঘটনা পর্যবেক্ষণে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।