নিজস্ব প্রতিবেদকঃ
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতচিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত
চাঁদা দাবি ও চুরির অভিযোগে ঢাকার সাভার থানায় কর্মরত শাহ আলম নামের একজন উপপরিদর্শকসহ (এসআই) ছয়জনের বিরুদ্ধে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে মামলা হয়েছে। রাফিয়া আক্তার তুলি নামের এক নারী বাদী হয়ে আজ মঙ্গলবার এই নালিশি মামলা করেন। সিজিএম আদালত ওই নারীর মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।
প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন সিজেএম আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) আনোয়ারুল কবীর বাবুল।
পিপি আনোয়ারুল কবীর জানান, মামলাটি পিবিআইকে তদন্ত করে আগামী ৬ ফেব্রুয়ারি প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মামলার অপর পাঁচজন আসামি হলেন সাভারের আওলাদ হোসেন খান, আলাউদ্দিন, মনোয়ারা বেগম, তাঁর দুই ছেলে আমান উল্লাহ ও জামাল হোসেন।
মামলার বাদী রাফিয়া আক্তারের অভিযোগ, গত ২৬ সেপ্টেম্বর সাভারে ১৭৭ শতাংশ সম্পত্তির ওপর তৈরি করা ঘরবাড়ি ভাঙচুর করা হয়। ভাঙচুরে জড়িত ছিলেন আসামি আওলাদ হোসেনসহ অন্যরা। পরে তিনি সাভার থানায় অভিযোগ দেন। সেই অভিযোগের তদন্তের দায়িত্ব পান এসআই শাহ আল। পুলিশ কর্মকর্তা শাহ আলম রাফিয়ার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।