মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর বদলগাছীতে ধান ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের রাস্তা থেকে ২০০মি দুরে নদীর তীরের ধানক্ষেত থেকে একই গ্রামের ছবি খাতুন( ৪০) এর লাশ পাওয়া গেছে।
এলাকাবাসী জানায়, দুপুর সাড়ে তিন টায় দেওলিয়া গ্রামের কৃষক হাফেজ আলী জমির ধান দেখতে গেলে ধান ক্ষেতে মধ্যে ছবির লাশ দেখতে পান। সাথে সাথে তিনি গ্রমবাসীকে বিষয়টি জানান। এলাকাবাসী পুলিশকে খবর দেয়।মৃত ছবি স্বামী বাবলু জানান, আমার স্ত্রীর নিকট ৫৬ হাজার টাকা ছিলো। টাকার জন্যেই তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন।
স্হানীয় সূত্রে জানা যায়, বাবলুর ছেলে সবুজ নেশা করতো প্রতিনিয়ত টাকার জন্য মা বাবার সাথে এ নিয়ে ঝগড়া ও মারামারি হতো। টাকার জন্যই ছবি(৫০)কে হত্যা করা হয়েছে বলে জানান।
এ ব্যপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান এটা পরিকল্পিত হত্যা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। টাকার জন্যই এঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট এলে সত্যতা জানা যাবে। সন্দেহ জনক ছবির ছেলে সবুজকে আটক করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..