চলনবিল প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দী গ্রামের ট্রাক মালিক সামাদ (ওরফে)
লুচ্চা সামাদের বিরুধে গৃহবধু ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ।
একুই গ্রামের আব্দুর রাজ্জাকের বড় স্ত্রী মোছাঃ বিলকিস খাতুন এ
অভিযোগ করে বলেন রবিবার (৭নভেম্বর) রাত আনুমানিক ১ টার দিকে আমার
স্বামী বাড়ী না থাকায় মোঃ আফজাল হোসেনের ছেলে সামাদ (ওরফে) লুচ্চা
সামাদ আমার ঘরে ঢুকে আমাকে জোর পূর্বক ভাবে ধর্ষন করার চেষ্টা করে।
পরে বিষটি এলাকায় জানাজানি হলে বিলকিস খাতুন গণমাধ্যম কর্মীদের
জানায়, লুচ্চা সামাদ আমাকে দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাবে ভয় ভিতি
দেখিয়ে,আমার ইচ্ছার বিরুদ্ধে জোর পুর্বক ভাবে বেশ কয়েক বার ধর্ষনের
চেষ্টা করেছে। মান সম্নান এবং সংসার ভাঙ্গার ভয়ে আমি কাউকে কথাটা
বলতে পারিনি,গত রবিবারে আমার স্বামী কাজের উদ্দেশে বের হয়ে রাতে বাড়ী
নাও ফিরতে পারি বলে য়ায়, এই সুযোগে লুচ্চা সামাদ পরিকল্পিত ভাবে আমার
ঘরের পিছনে ঔত পেতে ছিল আমি প্রাকৃতিক কাজে বাহিরে বের হলে এই
সুযোগে লুচ্চা সামাদ আমার ঘরে ঢোকে,অনেক ক্ষণ ধস্তাধস্তির পরে গ্রাম
বাশিরা টের পেয়ে এগিয়ে এসে দরজার বাহিরে শেকোল আটকিয়ে দেয় ।
জিবনের ভয়ে সামাদ ওরফে লুচ্চা সামাদ দরজায় লাথিমেরে শেকোল ভেঙ্গে সেখান
থেকে দৌড়িয়ে পালিয়ে যায়।
গণমাধ্যম কর্মীরা জোরপূর্বক ধর্ষণের চেষ্টার বিষয়টি জানার জন্য
সামাদকে মুঠো ফোনে কল করলে সামাদ বিভিন্ন তালবাহানা ও আবল তাবল
কথা বলে এবং যা পারেন তাই করেন বলে ফোন কেটে দেয় ।
বিষয়টি জানার জন্য সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের
জিলানীকে ফোন করলে তিনি জানান এবিষয়ে কোন লিখিত অভিযোগ
পাইনি অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যাবস্থা নিবো ।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..