বাবু চৌধুরী বিশেষ প্রতিনিধিঃ
মালিকদের সঙ্গে বৈঠকে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মহানগরে বাস ভাড়া ২৬.৫ শতাংশ বাড়ানো হয়েছে। তবে সিএনজি চালিত বাসে ভাড়া বাড়বে না।
দূরপাল্লার বাস ভাড়া ১.৪২ টাকা থেকে বাড়িয়ে ১.৮০ টাকা করা হয়েছে। এখানে ভাড়া বেড়েছে ২৭ শতাংশ।
মহানগরে বড় বাসে ৮ টাকা এবং মিনিবাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। বাসের এই নতুন ভাড়া আগামীকাল সোমবার (৮ নভেম্বর) থেকেই কার্যকর হচ্ছে। এই ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
আজ রোববার (৭ নভেম্বর) বাস ভাড়া পুনর্নির্ধারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের নেতৃত্বে সরকারি কমিটি এই নতুন ভাড়া নির্ধারণ করে।
বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, আগামীকাল সোমবার থেকে এই নতুন ভাড়া কার্যকর হবে।
এজন্য আজ প্রজ্ঞাপন জারি করা হবে।
সিএনজিচালিত বাস ও মিনিবাসের ভাড়া অপরিবর্তিত থাকবে।
গত বুধবার রাতে হঠাৎ ডিজেলের দাম এক লাফে ১৫ টাকা বা ২৩ শতাংশ বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে জ্বালানি বিভাগ। বৃহস্পতিবার সকালেই পণ্যবাহী গাড়ির মালিক-শ্রমিকদের সংগঠন ধর্মঘটে যাওয়ার ডাক দেয়। জেলায় জেলায় বাস না চালানোর ঘোষণাও দেয়া হয়।
কেন্দ্রীয়ভাবে বাসমালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি বিআরটিএর কাছে ভাড়া যৌক্তিক হারে বাড়াতে আবেদন করে। সে আবেদনে লেখা ছিল, জেলায় জেলায় বাসমালিকরা বলছেন, বিদ্যমান ভাড়ায় যাত্রী পরিবহন করলে তাদের লোকসান হবে। তাই তারা বাস চালাবেন না।
বাস ও পণ্যবাহী যানবাহনের পাশাপাশি ভাড়া বাড়ানোর দাবিতে শনিবার ধর্মঘটের ডাক দেন লঞ্চ মালিকেরাও। এতে দেশজুড়ে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।