রোববার এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বিদ্যুত সচিব ড. সুলতান আহমেদ তুলে ধরেন কোন বিদ্যুৎ বিতরণ কোম্পানির কতজন গ্রাহক লিখিত অভিযোগ করেছেন।
পল্লী বিদ্যুৎ বা আরইবি’র মোট গ্রাহক দুই কোটি ৯০ লাখ। অভিযোগ করেছেন ৩৪ হাজার ৬৮১ জন। অর্থাৎ শূন্য দশমিক ১২ শতাংশ অভিযোগ করেছেন ভুতুড়ে বিল নিয়ে।
তিনি জানান, ডিপিডিসি’র মোট গ্রাহক ৯ লাখ ২৬ হাজার ৬৮৯ জন। এরমধ্যে অভিযোগ পাওয়া গেছে ১৫ হাজার ২৬৬ জনের। অভিযোগ ১ দশমিক ৬৫ শতাংশ। ডেসকোর গ্রাহক ১০ লাখ। অভিযোগ করেছেন শূন্য দশমিক ৭৯ শতাংশ অর্থাৎ ৫ হাজার ৬৫৭ জন অভিযোগকারী। নর্দান ইলেকট্রিক কোম্পানি বা নেসকোর মোট গ্রাহক ১৫ লাখ ৪৮ হাজার ৩৭৮৭ জন। অভিযোগকারীর সংখ্যা ২ হাজার ৫২৪ জন, যা শূন্য দশমিক ১৬ শতাংশ। ওয়েস্ট জোন পাওয়ার সাপ্লাইয়ের মোট গ্রাহক এক লাখ ২১ হাজার ৩শ’ জন। অভিযোগকারী ২২৩ জন অর্থাৎ শূন্য দশমিক শূন্য চার শতাংশ।
পিডিবি’র মোট গ্রাহক ৩২ লাখ ১৮ হাজার ৫১৫ জন। অভিযোগকারী ২ হাজার ৫৮২ জন। অর্থাৎ শূন্য দশমিক ০৮ শতাংশ অভিযোগ করেছেন।
বিদ্যুৎ সচিব জানিয়েছেন, গ্রাহকদের অভিযোগের বাইরেও বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো অন্য বিল পরীক্ষা করে সেগুলোর মধ্যেও অনেক ভুল পেয়েছেন। এসব ভুলের সঙ্গে জড়িত ৪টি কোম্পানির ২৯০ জন কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে।