নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ মাদক ৩৩ বোতল ফেন্সিডিলসহ তুহিন হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে।
শুক্রবার(১২ নভেম্বর) র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে,একটি আভিযানিক দল জয়পুরহাট জেলার সদর উপজেলার জিতারপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি হলেন,সদর উপজেলার জিতারপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে তুহিন হোসেন।
র্যাবের হাতে আটকের ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ভারত থেজে অবৈধভাবে সংগ্রহ করে অভিনব কায়দায় দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে আটক আসামীর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত নিশ্চিত করে,র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির বলেন, বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক সম্রাটদের আটকসহ মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ও র্যাব মহাপরিচালকের দিক নির্দেশনায় র্যাব মাদকের বিরুদ্ধে গত ০৪ মে ২০১৮ তারিখ হতে বিশেষ অভিযান শুরু করেছে যা মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।