বরিশাল ব্যুরো: বাকেরগঞ্জের রাঙ্গামাটির নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় চরাদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড গোপালপুর গ্রাম লাগোয়া নদীতে রোববার সন্ধ্যায় তাদের লাশ ভেসে ওঠে। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। জুবায়ের (৪) ও আব্দুর রহমান (৭) নামের দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই এর আগে দুপুরে দুই ভাই বৃদ্ধ দাদার সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। জুবায়েরের বাবা মামুন পাহোলান ও আব্দুর রহমানের পিতা সোহেল পালোয়ান রাজধানী ঢাকায় রঙ মিস্ত্রীর কাজ করেন। চরামদ্দি ফাঁড়ি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- গোপালপুর গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীনের সাথে রোববার দুপুর দেড়টার দিকে দুই নাতি জুবায়ের ও আব্দুর রহমান পার্শ্ববর্তী রাঙ্গামাটি নদীতে গোসল করতে যায়। দুই নাতিকে নদীতীরে রেখে বৃদ্ধ দাদা ছাগলের খাবার কাঠালপাতা সংগ্রহ করতে গিয়ে কিছুক্ষণ পরে ফিরে দেখতে পান নাতিরা নেই, শুধু তাদের জুতা পড়ে আছে। পরে স্বজনেরা নদীতে অনেক খোঁজা-খুঁজি করলেও তাদের সন্ধান পায়নি। বিষয়টি নিশ্চিত করে ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন, সন্ধ্যা ৬টার দিকে দুই শিশুর লাশ নদীতে ভেসে ওঠে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।