বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শায় ৩০০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ নভেম্বর) ভোর রাতে তাদের আটক করে শার্শা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার
ধান্যখোলা গ্রামের ইসমাইল মোড়লের ছেলে
রিপন মোড়ল (৩২) ও শার্শা থানার পান্তাপাড়া (আমড়াখালী) গ্রামের দেলোয়ার মিয়ার ছেলে
মিন্টু মিয়া (৩২)।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে, গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এএসআই তায়েবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ শার্শা থানার লক্ষণপুর টু আন্দোলপোতা গামী পাকা রাস্তায় লক্ষণপুর মাঠপাড়াস্থ তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিল সহ তাদের আটক করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে প্রেরন করা হয়েছে।