ডেস্ক : নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ডা. জাফর মির্জা। নিজের টুইটার অ্যাকাউন্ট তিনি এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানায় বিবিসি।
জাফর মির্জা বলেন, কভিড-১৯ টেস্টে আমি পজিটিভ হয়েছি। চিকিৎসকের তত্ত্বাবধায়নে নিজের ঘরেই আমি আইসোলেশনে আছি এবং সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছি।
শরীরে মৃদু করোনা উপসর্গ দেখা দিয়েছে বলে পাক মন্ত্রী জানান। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি।
স্বাস্থ্য ব্যবস্থায় সহকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আপনাদের দারুণ সব কাজ চালিয়ে যান। আপনারা বড় পার্থক্য গড়ে দিয়েছেন, আপনাদের নিয়ে আমি গর্বিত।
এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। তিনিও নিজে টুইটারে অ্যাকাউন্টে এ খবর নিশ্চিত করেন।
শুক্রবার কুরেশি টুইটে জানান, এদিন সকালের দিকে জ্বর জ্বর বোধ করছিলেন। লক্ষণ দেখে নিজেই কোয়ারেন্টাইনে চলে যান তিনি।
করোনা ভাইরাসে আক্রান্ত হলেও নিজের বাড়িতে থেকেই দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন কুরেশি।
এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন ৪,৭৬২ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৩১ হাজারের বেশি লোক।