
ফৌজি হাসান খান রিকু,লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (এজেন্ট) আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে উপজেলার হলদিয়া বাজারে সাহা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ফিতা কাটার মাধ্যমে ব্যাংকটির যাত্রা শুরু হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শ্রীনগর শাখা প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহদাত হোসেনের সভাপতিত্বে ও মাওলানা আলী আগবরের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে কোরআন তিলাওয়াত ও শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা দক্ষিণ জোন প্রধান আবু সাইদ মোহাম্মদ ইদ্রিস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকটির ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মুজাহিদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শামিম ফরাজী, বিশিষ্ট ব্যবসায়ী সত্ত সাহা, রাকিব আহম্মেদ, সালমা আক্তার শিফা, মিম আক্তার, সাজিদ শেখ, আফরিন আক্তার প্রমুখ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply