জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃস্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে শপথ বাক্য পাঠ করাবেন। জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন উপযুক্ত স্থানে শপথ গ্রহণের জন্য সমাবেশের আয়োজন করবে।
অনুষ্ঠানটি বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল বিভাগীয় ও জেলা প্রশাসনের সাথে এক প্রস্তুতি সভা সোমবার বিকেলে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহম্মদ কায়কাউসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
সভায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ প্রান্তে যুক্ত ছিলেন খুলনার জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজমুল হক, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউসুপ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) তানভীর আহমদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, এলজিডিই’র নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..