ইদ্রিছ আলী দীঘিনালা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালায় নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৪ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
২ডিসেম্বর (বৃহস্পতিবার) দীঘিনালা সেনা জোন ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৪ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচী গ্রহন করা হয়।
সকালে দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী(পিএসসি)’র নেতৃত্বে বোয়ালখালীর লারমা স্কোয়ার হতে একটি শান্তি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।
র্যালিতে অন্যান্যদের মধ্যে জোন উপঅধিনায়ক মেজর সামীন শিকদার রাতুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ কাশেম, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ এম কে পেয়ার আহম্মেদ প্রমূখ অংশ নেন৷
এছাড়াও সম্প্রতি উন্নয়নের লক্ষ্যে বাবুছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাধারন মানুষের মাঝে জোন অধিনায়কের উপস্থিতিতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন রেজিমেন্ট মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন শাহনেওয়াজ।
এছাড়াও কবাখালীর ১নং কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও শিক্ষা সামগ্রী বিতরন করেন জোনাল ষ্টাফ অফিসার মেজর মির্জা মেহেদী আসলাম বেগ ও ক্যাপ্টেন সুহৃদ শুভানন। বেতছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মাসুদের উপস্থিতিতে বিশেষ চলচিত্র প্রদর্শন ও শিশুদের শীত বস্ত্র বিতরন করা হয়।
আয়োজকরা জানান, পার্বত্য চট্রগ্রামের শান্তি,সম্প্রতি ও উন্নয়নের লক্ষ্যে দীঘিনালা জোন সবসময় পার্বত্য অঞ্চলে সকল প্রকার সহযোগিতার কাজে এগিয়ে এসেছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়৷