এম হাবিব পেকুয়া প্রতিনিধি :-
জীবন খুব সুন্দর, আবার জীবন-ই খুব কুতসিৎ। কেউ বাচার জন্য মরে আবার কেউ মরার জন্য বাচে। এই সমাজেই আমরা বসবাস করি, যে সমাজ আমাদের সুখ থেকে দুঃখকে বেশি প্রাধান্য দেয়। আমরা সেই পরিবেশেই বিরাজ করি, যে পরিবেশ আমাদের স্বস্তির কারণ থেকে অস্বস্তির কারণ বেশি হয়ে থাকে। আমি আছি তাতে কারো কোন ক্ষতি নেই। আমি নেই তাতেও কারো লাভ নেই। তবে সাময়িক লাভ ক্ষতির কথা চিন্তা করে মানুষ আমাদের জেনারেশনটাকে ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছে। দিচ্ছে চুড়াবালির তলদেশে তলিয়ে। ইশ আমাদের সুখটুকু যদি আমাদের সমাজ বুঝতো তাহলে আমাদের পরিবারও আমাদের পাশে সবসময় ছায়ার মতো থেকে যেতো। কাকে দোষ দিবো? পরিবার? পরিবার তো সমাজের হাতকড়া হাতে নিয়ে ঘুরে। ভালো থাকুক সমাজ জিতে যাক পরিবেশ আর মৃত্যু ঘটুক আমাদের।