জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা দিবস ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আফসার উদ্দিন আহমেদের ছেলে, কেন্দ্রীয় আ’লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে। বণার্ঢ্য র্যালিটি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি হতে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কাঞ্চননগর রৌশনহাট বাজার, বাদামতল, জোয়ারা রাস্তারমাথা, গাছবাড়িয়া কলেজ গেইট প্রদক্ষিণ শেষে পূনরায় বিজিসি ট্রাস্ট এসে শেষ হয়। র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক এড. নজরুল ইসলাম সেন্টু, নাজিম উদ্দিন, ম্যাক আবুল কাশেম, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান, মো. আবদুল খালিদ, মো.হারুন, মাঈন উদ্দিন, মো. সেলিম, মো. আসিফ, মো. রানা, মো. ফরিদ উদ্দিন, ডা. আবুল হোসেন, এড.জাফর, নিক্সন বড়ুয়া, মো. সায়েল, মো. সাইফুদ্দিন, সাজ্জাদ হোসেন তোহা, এড. নজরুল ইসলাম, মো. মুহিম, মো. এহসান, মো. সায়েম, মো. মোরশেদুল আলম, আবদুল ছবুর, কুতুব উদ্দিন, শওকত হোসেন, সাইফুল ইসলাম সুমন, জাহেদুল ইসলাম, বরাতুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম, জাহাঙ্গীর আলম সোহেল, মোবারক হোসেন, আবদুল্লাহ আল নোমান, মনসুর আলম, হাছান করিম, নজরুল ইসলাম, আবু তাহের, মহিউদ্দিন, আবু তালেব, শাহ মোয়াজ্জেম রুবেল, কামরুজ্জামান লিটন, মো. মফিজ, রবিন, প্রমুখ। অপরদিকে চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাইসুল আসাদ জয়ের নেতৃত্বে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে র্যালি চন্দনাইশ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহ আমিন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ব্যারিস্টার আসিফ র্যালি চলাকালীন বিভিন্ন স্থানে পথ সভায় সংক্ষিপ্ত আলোচনায় বলেছেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এক এবং অভিন্ন। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না। বঙ্গবন্ধু, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ বাঙ্গালী জাতির ঠিকানা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে সাধারণ মানুষের অংশ গ্রহণ আ’লীগের নেতা-কর্মীদের মাঝে সঞ্চার সৃষ্টি করেছে।