আলী আজগর পনির নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার মদন উপজেলার ৭ নং নায়েকপুর ইউনিয়নের মোয়াটি গ্রামের ১/২/৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসন মেম্বার পদপ্রার্থী লাকি আক্তার(৩০) ও তার দেবর আব্দুল ওহাব (৩২)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখমের ঘটনা ঘটেছে।
গুরুতর আহত মহিলা মেম্বার পদপ্রার্থী লাকি আক্তার ও তার দেবরকে স্বজনেরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনাটি ঘটিয়েছে নায়েকপুর ইউনিয়নের মোয়াটি গ্রামের সিদ্দিক মিয়া (৫০)ও তার ছেলে শাফায়েত মিয়া (২৫) ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোয়াটি গ্রামে পূর্ব শত্রুতা প্রতিহিংসার জেরে পঞ্চম ধাপের স্থানীয় ইউপি নির্বাচনের ১/২/৩/নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার পদপ্রার্থী লাকি আক্তারের নির্বাচনী পোস্টার ছিঁড়া কে কেন্দ্র করে আজ ২৪ ডিসেম্বর রোজ শুক্রবার সকাল ৮ ঘটিকার সময় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
প্রার্থী লাকি আক্তারের স্বামী রাহুল মিয়া বলেন, শাফায়াত আমার স্ত্রীর নির্বাচনী প্রচারণার পোস্টার ছিঁড়ে ফেলায় আমার ছোট ভাই ওহাব শাফায়াতকে নির্বাচনের পোস্টার ছিঁড়ার বিষয়ে জিজ্ঞেস করলে তার ওপর ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে আঘাত করলে, আমার স্ত্রী এগিয়ে গেলে তাকেও ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
এ বিষয়ে জানতে চাইলে ,শাফায়াতের মা নেহারা বলেন, আমার মেয়ে মাহফুজা (৬) একটি পোস্টার ছিড়ে ফেললে এর জন্য আমি গিয়ে ক্ষমা চাই মহিলা প্রার্থী লাকি আক্তার এর কাছে ,এসময় প্রার্থীর দেবর ওয়াহাব আমাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এরপরে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
মহিলা প্রার্থী কে মেরে গুরুতর আহত এ বিষয়ে জানতে চাইলে মদন উপজেলা নির্বাচন অফিসার মোঃ হামিদ ইকবাল তিনি বলেন , অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে জানতে চাইলে, মদন থানা ওসি মোঃ ফেরদৌস আলম এ প্রতিনিধিকে বলেন ,মামলা প্রক্রিয়াধীন । আসামি গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত আছে।