ডেস্ক রিপোর্ট
কিশোরগঞ্জের কটিয়াদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রবিবার ভোট গণনা শেষে নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। পুলিশের রিকুইজিশন করা একটি মাইক্রোবাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কটিয়াদী উপজেলার সহস্রাম ধুলদিয়া ইউনিয়নের ৪৫ নং গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনা শেষে রাত ৮টার দিকে নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে পুলিশের সহায়তায় ফিরছিলেন কর্মকর্তারা। এ সময় স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থী ও দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। তারা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ এবং নির্বাচনী সরঞ্জামাদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে একটি ঘরে আশ্রয় নিলে দুর্বৃত্তরা পুলিশের রিকুইজিশন করা মাইক্রোবাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
পরে বিজিবি ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫০/৫০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।