চাকুরী দেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া ওয়ারেন্টভুক্ত আসামী রেজওয়ানুল ইসলাম(৫৬) নামে এক প্রতারককে আটক করেছে রংপুর র্যাব ১৩ এর আভিযানিক দল।
জানা গেছে, র্যাব-১৩, সিপিএসসি, রংপুর, বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ কর্তৃক অভিযোগপত্র প্রাপ্তির ভিত্তিতে জানতে পারে যে, ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ রেজওয়ানুল ইসলাম (৫৬) একজন সরকারী ব্যাংক কর্মকর্তা বহুদিন যাবত সাধারণ চাকুরী প্রত্যাশীদের ব্যাংকে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক রয়েছে। উক্ত সংবাদের ভিক্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর, অভিযোগপত্রটি আমলে নিয়ে সত্যতা অনুসন্ধানের জন্য তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু করে এবং ওয়ারেন্টভুক্ত ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় উক্ত অভিযোগপত্রটি প্রাথমিকভাবে সত্যতা প্রমানিত হওয়ায় র্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ ডিসেম্বর ২০২১ খ্রিঃ তারিখে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ইং ২৯/১২/২০২১ খ্রি. দুপুর ১৩.৩০ ঘটিকার সময় কুড়িগ্রাম জেলার সদর থানাধীন জনতা ব্যাংক লিমিটেড, কুড়িগ্রাম কর্পোরেট শাখার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সিআর মামলার ০৪ টি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রেজওয়ানুল ইসলাম (৫৬), পিতা- মোহাম্মদ আলী জোয়ারদার’কে গ্রেফতার করেন।
রংপুর র্যাব ১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত প্রতারক বিভিন্ন ব্যক্তিদের সাথে প্রতারনার কথা স্বীকার করে। তার সাথে জড়িত অন্যান্য প্রতারককে আইনের আওতায় আনার জন্য র্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে।
আটককৃত প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্থান্তর করা হয়েছে।