মেহেদী ইমাম রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটিতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার বিকালে রাঙামাটি পৌরসভা মাঠে জেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি আওয়ামী লীগ সহ-সভাপতি চিংকিউ রোয়াজা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর।
জেলা ছাত্রলীগ সভাপতি আবদুল জব্বার সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজি কামাল, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য সাখাওয়াত হোসেন রুবেল, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুছাইন চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি আকবর হোসেন চৌধুরী প্রমূখ।
এসময় বক্তারা প্রতিষ্ঠা পরবর্তি ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও ছাত্রলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশনেত্রী শেখ হাসিনা ও জননেতা দিপংকর তালুকদার এমপির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
এর আগে রাঙামাটি জেলা পরিষদ গেইট হতে নেতাকর্মীদের অংশগ্রহণে বিশাল আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়।
পরে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।