নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিতর্কিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।এর আগে পল্লবী থানায় তার বিরুদ্ধে করা চাঁদাবাজির মামলায় অভিযোগপত্র দিয়েছিল পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক সাজেদা লতা বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখায় অভিযোগপত্র জমা দেন।আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা আলমগীর হোসেন বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন।৩১ জানুয়ারি মামলাটি শুনানির তারিখ রয়েছে। ওই দিন অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের নামে ২০ ডিসেম্বর পল্লবী থানায় চাঁদাবাজির মামলায় অভিযোগপত্র দেয় সিআইডি।২৯ জুলাই র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১-এর অভিযানে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় হেলেনা জাহাঙ্গীরকে।অভিযানে বিদেশি মদ, ক্যাঙ্গারুর চামড়া, হরিণের চামড়া, চেক বই ও বিদেশি মুদ্রা, ওয়াকিটকি সেট এবং জুয়া খেলার সরঞ্জাম জব্দের কথা জানায় র্যাব।ওই রাতেই হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন জয়যাত্রা টেলিভিশন স্টেশনেও অভিযান চালায় র্যাব। পরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সহযোগিতায় অনুমোদনহীন জয়যাত্রা টেলিভিশন স্টেশন সিলগালা করা হয়।এসব ঘটনায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে চারটি আলাদা মামলা হয়। মামলাগুলোতে বিভিন্ন মেয়াদে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। বর্তমানে চার মামলায় জামিনে আছেন তিনি‘।