শাহিন আলম, গোমস্তাপুর থেকে:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আড্ডা- সাপাহার সড়ক দুর্ঘটনায় এক পল্লীবিদ্যুৎ কর্মীর নিহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাগুর শহর কাইতপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মাতাজিহাট এলাকার নারায়নচন্দ্র দাসের ছেলে মদন কুমার (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,আজ বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে আড্ডা-সাপাহার আঞ্চলিক সড়কের মাগুর শহর কাইতপুর সড়কে মোটরসাইকেলের সাথে প্রাইভেটকারের ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে খবর পেয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান,সড়ক দুর্ঘটনায় লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় জানা গেছে। নিহত মদন কুমারের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রকিয়খধী হচ্ছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply