শাহিন আলম,গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অটো রিকশার ধাক্কায় আফরোজা( ৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতায় এ দূর্ঘটনা ঘটে। সে ওই এলাকার রুবেলের মেয়।গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান, গোমস্তাপুর থানাধীন বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর বাঙ্গাবাড়ী সড়কে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ বিষয়ে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
Monitor Closely 1 efavirenz will decrease the level or effect of ivacaftor by affecting hepatic intestinal enzyme CYP3A4 metabolism buy cialis 10mg We have observed that hypoxia triggers CXCL12 expression by primary human ovarian tumor cells 66 and prostate tumor cell lines unpublished data