ইমাম হোসেন জীবন চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম মিরসরাই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ১১জন নিহতসহ ৩জন আহত।
আজ শুক্রবার বেলা দেড়টার দিকে বড়তাকিয়া মিসরাই রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।ঢাক থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী। হতাহত সবাই মাইক্রোবাসের যাত্রী।
পুলিশ প্রত্যক্ষদর্শী জানায় খৈয়াছড়া ঝরনা নামের পর্যটন স্পটে গোসল করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ধাক্কা দেওয়ার পর মাইক্রোবাসটিকে প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান, ট্রেনটি বড়তাকিয়া ক্রস করার সময় লেবেল ক্রসিংয়ের বাঁশ ঠেলে মাইক্রোবাসটি লাইনে উঠে গেলে ইঞ্জিনের ধাক্কায় অনেকটা দূর চলে যায়। এবং ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসেের যা্ত্রী( ৩) তিন জন আহতসহ
ঘটনাস্থলে (১১) এগার জন মারা যায়। হতাহতদের বাড়ি হাটহাজারীর আমানবাজার এলাকায় বলে জানা গেছে।