কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা :
নওগাঁর আত্রাই ও রাণীনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তিনজন সার ডিলারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন নিজ নিজ উপজেলায় এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন,কৃষকদের নিকট ন্যায্য দামের চাইতে বেশি দামে সার বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার জাত আমরুল বাজারে অভিযান পরিচালনা করা হয়।এসময় ওই বাজারের মেসার্স সুমি ইন্টারপ্রাইজের মালিক সার ডিলার সাইফুল ইসলামকে ৫০ হাজার এবং একই বাজারের সার ডিলার মেসার্স নজরুল ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন,আবাদপুকুর বাজারে অভিযান চালিয়ে সার ডিলার সুধির কুমার রায়কে কৃষি বিপনন আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..