হাসনাত তুহিন, ফেনী :
ফেনীর ছাগলনাইয়ায ২ ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার।
আজ ৬ ফেব্রুয়ারি (সোমবার) ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন জিআর-১৩৬৮/২২ এর আসামী ছাগলনাইয়া পূর্ব দেবপুর এলাকার জাফর আহমেদের পুত্র ফরিদ আহাম্মদ ও জিআর-৫৫/১৯ এর আসামী ছাগলনাইয়া
দূর্গাপুর সিংহ নগরের মৃত আব্দুল কাদের ড্রাইভারের পুত্র মোঃ সেলিম।
পুলিশ সূত্রে জানা যায়, ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমা ও ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায়ের নেতৃত্বে বিশেষ অভিযান জিআার ওয়ারেন্ট ভুক্ত ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে ।
গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হইয়াছে।