আশিফুজ্জামান সারাফাত, চট্টগ্রাম:
চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বিএনপি সমর্থিত প্যানেল থেকে ছয়জন এবং সমমনা প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন একজন।
গত রোববার নগরীর আগ্রাবাদ এলাকায় আইনজীবী ভবনে ভোট শেষে রাত ২টার দিকে ফল ঘোষণা করা হয়। নির্বাচনে ভোট দিয়েছেন ২ হাজার ২৪০ জন।
ভোটে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেল থেকে সভাপতি হয়েছেন কর আইনজীবী মোহাম্মদ নুর হোসেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফিরোজ ইফতেখার। এ ছাড়া এই প্যানেল থেকে কোষাধ্যক্ষ আনিস ইফতেখার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আজমল হক মামুন, সমাজকল্যাণ সম্পাদক আজিজুর রহমান, নির্বাহী সদস্য পদে জারজিস আহমেদ চৌধুরী, বিপ্লব চন্দ্র ভৌমিক, সুকান্ত দত্ত, নিখিল কান্তি দাস ও আলমগীর হোসেন জয় পেয়েছেন।
বিএনপি সমর্থিত চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল থেকে সহসভাপতি পদে এসকেএম শাহাজান ঠাকুর, যুগ্ম সম্পাদক সরোয়ার আলম ভূঁইয়া শিমুল, লাইব্রেরি ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. তাজুদ্দিন, নির্বাহী সদস্য জহির উদ্দিন বাবর, এএইচএম শাহীন আলম ও ফরিদ সরকার নির্বাচিত হয়েছেন। এ ছাড়া অরাজনৈতিক দলের সম্মিলিত সমমনা পরিষদের ব্যানারে সদস্য পদে রুমানা বেগম জয় পেয়েছেন।