কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগরে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালনকালে আওয়ামীলীগের হামলায় যুবদলের দুই নেতা-কর্মী আহত হওয়ার অভিযোগ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল ইসলাম ও যুগ্ন আহবায়ক মোজাক্কির হোসেন স্বাক্ষরিত রাণীনগর প্রেস ক্লাব বরাবর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এদাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে গ্যাস,বিদ্যুৎ,ও নিত্য প্রয়োজনীয় দ্রবমূল্য বৃদ্ধি ও ১০দফা দাবী আদায়ের লক্ষে পদযাত্রা কর্মসূচি পালনকালে উপজেলার বড়গাছা ইউনিয়নের গহেলাপুর বাজারে যুবদল নেতা আজাদুল ইসলাম আজাদ ও কালীগ্রাম ইউনিয়নের আবাদপুকুর বাজারে ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন এর উপর আওয়ামীলীগের নেতা-কমীরা হামলা চালায়। এতে ওই দুই যুবদল নেতা আহত হয়ে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচী চলাকালে আওয়ামীলীগ নেতা-কর্মীদের দ্বারা এরুপ হামলায় উপজেলা যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং শান্তি শৃঙ্খলা রক্ষা,জনগনের জানমালের ও বিরোধীদলের শান্তিপূর্ণ পদযাত্রায় বাধা দানকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানানো হয়।
এব্যাপারে রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু বলেন,বিএনপির কর্মসূচীতে আওয়ামীলীগের কেউ কোন হামলা বা মারপিট করেনি।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন,বিএনপির কর্মসূচী চলাকালে মারপিটের কোন ঘটনা জানা নেই।এছাড়া এবিষয়ে কেউ কোন অভিযোগও করেনি।