সৌমেন সরকার :
ঋতুরাজ বসন্তের প্রথম দিন। শীতের রিক্ততা মুছে প্রকৃতিজুড়ে সাজ সাজ রব। বিবর্ণ প্রকৃতিতে জেগে উঠেছে নতুন জীবনের ঢেউ। নীল আকাশের সোনাঝরা আলোর মতোই আন্দোলিত হৃদয়। আপ্লুত। আহা! কী আনন্দ আকাশে বাতাসে। গাছের শাখায় জেগে উঠেছে নতুন পাতার সবুজ কুঁড়ি। শিমুল, পলাশ বনে বয় রঙিন ফুলের সৌরভ। ফাগুন হাওয়ায় দোল দিয়ে এসে গেছে বসন্ত। সভ্যতার চাকার সঙ্গে তাল মিলিয়ে বেঁচে থাকা ঋতুরাজকে বরণ করে নিতে কুহু স্বরে ডেকে উঠছে কোকিল। বসন্তকে বরণ করে নিতে তারুণ্য সেজেছে বাসন্তী সাজে।
এবারও বসন্তকে স্বাগত জানাতে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় উৎসবের আয়োজন করেছে বেশ কয়েকটি সংগঠন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সিআরবির শিরিষতলার মুক্তমঞ্চে সকাল থেকে শুরু হয়েছিলো প্রমার বসন্ত বরণের এ উৎসব। উৎসবের মধ্যে ছিলো শোভাযাত্রা, আবৃত্তি, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্য ও ঢোলবাদন। এর আগে ১৩ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের সিআরবিতে আলপনায় সেজেরে রাস্তা সহ আশপাশ গুলো ।প্রমার বসন্ত বরণের এ উৎসবে নৃত্য, যন্ত্রসংগীত, একক সংগীতে অংশ নেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা। সকাল ১১টায় উৎসব অঙ্গন থেকে শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠান শেষ হয় রাত ৯টায়।নগরের আমবাগান শেখ রাসেল পার্কে বোধনের দিনব্যাপি আয়োজন
নগরের আমবাগান শেখ রাসেল পার্কে বোধনের দিনব্যাপি আয়োজন,অন্যদিকে নগরের আমবাগানস্থ শেখ রাসেল পার্কেও বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম বসন্তবরণে আয়োজন করেছে । একক ও বৃন্দ আবৃত্তির পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসমূহের শিল্পীদের পরিবেশনায় দলীয় সংগীত ও দলীয় নৃত্য পরিবেশন করা হয়েছে। এছাড়া রবীন্দ্র, নজরুল, আধুনিক ও লোকগান পরিবেশন করেছেন বিভিন্ন জায়গায় ঢাকা সহ দেশের ক্ষ্যাতনামা সংগীতশিল্পীরা।
এছাড়া কোক স্টুডিও কনসার্ট হয় সি আর বি সাত রাস্তার মোড়ের পাশের মাঠে।ফিউশন মিউজিকের সাথে ড্রামসের তালে সুরের মুর্ছনায় মেতে উঠে সব ধরনের মানুষের মন।গানের ছন্দে নৃত্যের তালে প্রাচ্যের রানী চট্টগ্রামে এভাবে বসন্ত কে বরণ করে নেয় আবালবৃদ্ধবনিতা।