নিরেন দাস :
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পরিচয় প্রদান করে মেসওয়েটার পদে চাকুরির প্রলোভন দেখিয়ে ও ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্ষের মূলহোতা ভুয়া মেজর ও তার সহযোগীকে আটক করেছে সিপিসি-৩, র্যাব-৫ জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারী) গভীর রাতে সদর উপজেলার জামালপুর বাজার এলাকায় চালিয়ে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ভুয়া মেজর বগুড়ার গাবতলী উপজেলার কামার চট্র গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আরিফুর রহমান(৫২) জয়পুরহাট ও সদর উপজেলার দাদরা জন্তি গ্রামের রসিক মন্ডলের ছেলে আব্দুল গনি মন্ডল(৫৭)।
বৃহস্পতিবার দুপুর জয়পুরহাট র্যাব-৫ কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান এক সংবাদ বিজ্ঞাপ্তিতে গণমাধ্যম কর্মীদের জানান,আটককৃতরা দীর্ঘদিন থেকে ভুয়া নিয়োগপত্র দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসতে ছিল। ২০২০ সালে চাকরি প্রার্থীর কাছ থেকে সাড়ে ৫ লাখ নিয়ে জাল নিয়োগপত্র দেয়, পরে ভুক্তভোগী নিয়োগপত্রটি জানতে পেরে জয়পুরহাট র্যাব- ৫ এ একটি অভিযোগ দিলে, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে জাল কাগজপত্র সহ তাদের আটক করা হয়।
পরবর্তীতে ভুক্তভোগী জয়পুরহাট থানায় আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন।